ঈদ বোনাস না পেলে সারা দেশে দোকান-শপিংমল বন্ধ রাখার ঘোষণা

সারা দেশের ৬০ লাখের বেশি দোকান কর্মচারী ঈদের আগে বোনাস না পেলে সারা দেশের দোকান ও শপিংমল অচল হবে বলে ঘোষণা দিয়েছে ‘জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন’। বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বলেন, সারা দেশে দোকান, শপিংমল, চেইনশপ, ডিপার্মেন্টাল স্টোর, রিটেইলশপ, হোলসেল, ইলেকট্রিক দোকান, সেলুন, বিউটি পার্লার, ওষুধের দোকান এই ১০টি সেক্টরে প্রায় ৬০ লাখের বেশি দোকান কর্মচারী কাজ করে। এই কর্মচারীরা প্রতিনিয়ত দেশের মানুষকে সেবা দিচ্ছে। কিন্তু তারা জীবনের মৌলিক চাহিদা দূরের কথা, আইন সংগত অধিকার থেকেও বঞ্চিত।

তিনি বলেন, ঈদ উপলক্ষে শ্রমিক-কর্মচারীদের ঈদ বোনাস এখন আর মালিকদের ইচ্ছার বিষয় না। বরং ঈদ বোনাস এখন শ্রমিক-কর্মচারীদের আইন সংগত অধিকার। বছরে দুটি ভাগে দেশের সব শ্রমিক-কর্মচারীরা দুটি ঈদ বোনাস পেয়ে থাকেন। প্রত্যেকটি ঈদ বোনাসের পরিমাণ এক মাসের বেতনের সমান। কিন্তু ব্যতয় ঘটে কেবল মাত্র দেশের ৬০ লাখের দোকান কর্মচারীদের ক্ষেত্রে।

সম্মেলনে আরও ছিলেন– ফেডারেশনের কেন্দ্রীয় নেতা হযরত আলী মোল্লা, আবু বক্কর সিদ্দিক, আব্দুস সালাম, পরেশ মজুমদার, ফজল হক প্রমুখ।