সচিবালয় খোলার দিনেও ছিল ছুটির আমেজ

সরকারের নির্বাহী আদেশে শনিবার (১৭ মে) সাপ্তাহিক ছুটির দিনে সরকারি সব অফিস আদালত খোলা রাখার সিদ্ধান্ত থাকলেও ঢিলেঢালাভাবে চলেছে সরকারি সব অফিস। সরকারের শীর্ষ প্রশাসনিক দফতর বাংলাদেশ সচিবালয়ে ছিল অনেকটাই ছুটির আমেজ। সর্বত্রই উপস্থিতি ছিল কম। 

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিবরা অধিকাংশই নির্দিষ্ট সময়ে পৌঁছালেও অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী ভুলে গিয়েছিলেন আজ (শনিবার) অফিস খোলা। তাই নিজ নিজ দফতরে পৌঁছাতে বিলম্ব করেছেন অনেকে। সচিবালয় ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। 

জানা গেছে, এবছর ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ছুটি শুরু হচ্ছে। হিসেব অনুযায়ী কোরবানির ছুটি শেষ হওয়ার কথা ১০ জুন (মঙ্গলবার)। এর পরেই বুধবার ও বৃহস্পতিবার দুদিন খোলা থাকার পরে আবার দুদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। একারণে মঝের এ দুদিন সরকার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় এবছর কোরবানিতে টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ওই দুদিনের ক্ষতি পুষিয়ে নিতে এর আগে ১৭ ও ২৪ মে দুটি শনিবার সরকারি ছুটির দিনে অফিস খোলা রাখা হয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, অন্যান্য কর্মদিবসের মতো শনিবারও সকাল ৯টায় খুলেছে সরকারি অফিস। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সচিবালয়ের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন শাখায় কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, শনিবার হওয়ায় যেনও ছুটি ছুটি লাগে। তাই আসতে দেরি হয়ে গেছে। ছুটির দিনে অফিস খোলা রাখার কারণেই উপস্থিতি কিছুটা কম। 

কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজকে যে অফিস খোলা, কোনও কোনও কর্মচারী সেটি ভুলেও গেছেন। একই কারণে সচিবালয়ে দর্শনার্থীর সংখ্যাও কম। উপস্থিতি ও দর্শনার্থী কম থাকায় অন্যান্য দিনের মতো সচিবালয়ের ভেতরে-বাইরে কোথাও ভিড় পরিলক্ষিত হয়নি। সচিবালয়সহ আজ সব সরকারি অফিস চলবে বিকাল ৫টা পর্যন্ত।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।