গুলিস্তানে মিছিল থেকে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক

রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
 
রবিবার (১৮ মে) সন্ধ্যায় তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
 
তিনি জানান, রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে ডিবি।
 
এদিকে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদের মুক্তির দাবিতে অনুষ্ঠিত একটি ঝটিকা মিছিলের ভিডিও দেখা গেছে এদিন। ৩০ সেকেন্ডের ওই ভিডিওটি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে প্রচার করা হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, কিছু মানুষ ‘ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ’ লেখা একটি ব্যানার হাতে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে। তবে কখন, কোথায় মিছিলটি হয়েছে সেটি স্পষ্ট জানা যায়নি।