শুল্কমুক্ত সুবিধায় আনা দামি গাড়ি ফেলে রাখা হয় রাস্তায়, দুদকের অভিযান

অবৈধ প্রক্রিয়ায় শুল্কমুক্ত কার্নেট সুবিধা সংবলিত গাড়ি এনে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৯ মে) দুপুরে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ। তিনি জানান, দুদকের এনফোর্সমেন্ট ইউনিট থেকে সোমবার ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হয়।

তানজীর আহমেদ জানান, অবৈধ পন্থায় শুল্কমুক্ত কার্নেট সুবিধা সংবলিত গাড়ি এনে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি অভিযান চালানো হয়। অভিযানের সময় দেখা যায়— AUDI, BMW, LAND ROVER, VOLVO, TOYOTA-সহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের গাড়ি সরকারি রাস্তার পাশে লাল কাপড় দিয়ে ঢাকা অবস্থায় দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়েছে। স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে দুদক কর্মকর্তারা জানতে পারেন, গাড়িগুলো মাল্টিব্রান্ড ওয়ার্কশপ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের। তারা দীর্ঘদিন থেকে এসব গাড়ি এভাবেই ফেলে রেখেছে।

দুদকের এনফোর্সমেন্ট টিম গাড়িগুলোর রেজিস্ট্রেশন নাম্বার সংগ্রহ করে এবং ওই ওয়ার্কশপের ডেটাবেজ যাচাই করে। গাড়িগুলো মাল্টিব্রান্ড ওয়ার্কশপের কাস্টমারের কিনা, কখন, কী কারণে ওয়ার্কশপে আনা হয়েছে, গাড়িগুলো কে নিয়ে এসেছে ও প্রকৃত মালিক কে এবং গাড়িগুলো এখনও ওয়ার্কশপে কেন পড়ে আছে সেসব তথ্য সংগ্রহ করে। এছাড়া, গাড়িগুলো কার্নেট সুবিধার আওতায় শুল্কমুক্তভাবে দেশে আনা হয়েছে কিনা তা যাচাইয়ের জন্য চট্টগ্রাম কাস্টম হাউজের সঙ্গে যোগাযোগ করা হয়। একইসাথে গাড়িগুলোর রেজিস্ট্রেশন ও মালিকানা সংক্রান্ত তথ্য বিআরটিএ থেকে সংগ্রহ করা হয়।

প্রাথমিক পর্যালোচনায় দেখা যায়, গাড়িগুলো কয়েক মাস থেকে শুরু করে বিগত এক বছর পর্যন্ত এভাবে সরকারি জায়গায় ফেলে রাখা হয়েছে, যা সন্দেহজনক। এ সংক্রান্ত সকল রেকর্ডপত্র বিস্তারিত খতিয়ে দেখবে দুদক।