হাইকোর্টের ফৌজদারি বিবিধ শাখাকে ৪, প্রথম আপিল ৩ শাখাকে একটি শাখায় রূপান্তর

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ফৌজদারি বিবিধ শাখাকে চারটি এবং প্রথম আপিল তিনটি শাখাকে একটি শাখায় রূপান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তি থেকে এ তথ‍্য জানা গেছে।

প্রধান বিচারপতির আদেশক্রমে জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা ফৌজদারি বিবিধ শাখা। সারা দেশের সব অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালগুলো থেকে উদ্ভূত ফৌজদারি বিবিধ মামলা প্রশাসনিক কার্যাবলি এবং নথি/ফাইল রক্ষণাবেক্ষণ সংক্রান্ত যাবতীয় কার্য এ শাখা থেকে পরিচালিত হয়। গত বছরের (২০২৪) ৩১ ডিসেম্বর পর্যন্ত ফৌজদারি বিবিধ শাখায় ২ লাখ ৭ হাজার ৪২টি মামলা বিচারাধীন আছে। এছাড়া এ শাখায় প্রতি বছর প্রায় ৭০-৮০ হাজার নতুন মামলা দায়ের হয়।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ফৌজদারি বিবিধ শাখায় পর্যাপ্ত স্থান না থাকা, কর্মকর্তা-কর্মচারীদের ডেস্ক স্থাপন করতে না পারা ইত্যাদি নানাবিধ অসুবিধার কারণে এত বেশি সংখ্যক নথি/ফাইলের সব কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাচ্ছে না। ফলে প্রশাসনিক ও বিচারিক কার্যক্রম নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ইতোপূর্বে হাইকোর্ট বিভাগের অন্যান্য শাখাকে বিভাগভিত্তিক ভাগ করায় প্রশাসনিক সুফল পাওয়া যাচ্ছে। বিদ্যমান প্রেক্ষাপটে ফৌজদারি বিবিধ শাখাকে চারটি শাখায় এবং প্রথম আপিল তিনটি শাখাকে একটি শাখায় রূপান্তর করা হলো।’