আসন্ন ঈদুল আজহায় ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এবারও শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি হবে। একটি এনআইডির বিপরীতে একটি টিকিট পাওয়া যাবে।
বুধবার (২১ মে) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রির মাধ্যমে এই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে। আজ ৩১ মের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। ধারাবাহিকভাবে ঈদের আগের অন্যান্য দিনের টিকিটও বিক্রি হবে।
কোন তারিখে কোন টিকিট বিক্রি হচ্ছে
আগামী ৭ জুনকে ঈদের দিন হিসাব করে এই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। এতে ৩১ মে’র টিকিট বিক্রি শুরু হয় আজ। আগামীকাল থেকে ২৭ মে পর্যন্ত ধারাবাহিক ভাবে ১ জুন থেকে ৬ জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে।
এদিকে ঈদ পরবর্তী ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। ওইদিন ৯ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে। পরবর্তীতে ১৫ জুন পর্যন্ত ফিরতি যাত্রার অগ্রিম টিকিট পাওয়া যাবে।
যেভাবে টিকিট কেনা যাবে
প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে (https://railapp.railway.gov.bd) বা অ্যাপে প্রবেশ করতে হবে। সেখানে নিবন্ধন করতে হবে। পরে পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর যে পেজ আসবে তাতে কাঙ্ক্ষিত ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, শ্রেণি পূরণ করে ফাইন্ড টিকিট বাটনে ক্লিক করতে হবে। পরের পেজে ট্রেনের নাম, সিট অ্যাভেলেবিলিটি (আসন আছে কি নেই) ও ট্রেন ছাড়ার সময় দেখাবে।
ট্রেন অনুযায়ী ভিউ সিটস বাটনে ক্লিক করে আসন খালি থাকা সাপেক্ষে পছন্দের আসন সিলেক্ট করে কন্টিনিউ পারচেজে ক্লিক করতে হবে। ভিসা, মাস্টার কার্ড কিংবা বিকাশে পেমেন্ট করলে একটি ই-টিকিট অটো ডাউনলোড হবে। পাশাপাশি যাত্রীর ই-মেইলে টিকিটের কপি চলে যাবে। ই-মেইলের ইনবক্স থেকে টিকিট প্রিন্ট করে সংশ্লিষ্ট সোর্স স্টেশন থেকে যাত্রার আগে ছাপানো টিকিট সংগ্রহ করা যাবে।