গাছ রক্ষা আন্দোলনের গণশুনানির ঘোষণা

অবস্থান কর্মসূচির ১৫৮তম দিনে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সদস্যদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজিব, নাঈম উল হাসানসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।

বুধবার (২১ মে) অনুষ্ঠিত এই সভায় জানানো হয়, ১৪ ডিসেম্বর ২০২৪ থেকে চলমান আন্দোলনের পরও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা প্রতিশ্রুতি রক্ষা করেননি। পান্থকুঞ্জ ও হাতিরঝিল ধ্বংসকারী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক বাতিল এবং প্রকল্পের দুর্নীতি তদন্তে কমিশন গঠনের দাবি জানিয়ে ১৪৩তম দিনে সরকারের কাছে চিঠি পাঠানো হলেও সাড়া মেলেনি।

এই প্রেক্ষাপটে আন্দোলনকারীরা প্রকল্পের বৈধতা, জনস্বার্থ, পরিবেশ ও সামাজিক প্রভাব নিয়ে ৩০ মে পান্থকুঞ্জে এক উন্মুক্ত গণশুনানির আয়োজন করেছেন। এতে বিচারক হিসেবে থাকবেন অর্থনীতিবিদ, পরিবেশবিদ, আইন বিশেষজ্ঞসহ বিশিষ্ট নাগরিকরা। গণশুনানিতে স্থানীয় ও সাধারণ মানুষের অংশগ্রহণের ভিত্তিতে রায় ঘোষণা ও করণীয় নির্ধারণ করা হবে।