চার দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন

চার দফা দাবিতে মানববন্ধন করেছেন সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা।

শনিবার (২৪ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন।

এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সরকারি কলেজের বেসরকারি কর্মীরা অংশ নেন।

আন্দোলনকারীদের ৪ দফা দাবি হলো-

১. সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর।

২. শূন্য পদের বিপরীতে এবং নতুন পদ সৃজনের মাধ্যমে স্ব স্ব কলেজে অস্থায়ীভাবে কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত করা।

৩. চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের আগে পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন ও ভাতাদি প্রদান।

৪. দীর্ঘদিন যাবৎ কর্মরতদের ব্যতিরেকে সরকারি/বেসরকারিভাবে নিয়োগ বন্ধ করা, অস্থায়ীভাবে কর্মরতদের চাকরি থেকে ছাঁটাই বন্ধ করা এবং অগ্রাধিকার ভিত্তিতে অস্থায়ীভাবে কর্মরতদের রাজস্ব খাতভুক্ত করা।

আন্দোলনকারীরা বলেন, আমরা দেশের স্বনামধন্য ৩৩০টি (পুরাতন) সরকারি কলেজে ১ থেকে ৩৫ বছর যাবত সরকারি কলেজে ৩য় ও ৪র্থ শ্রেণির বিভিন্ন পদে বেসরকারিভাবে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রের আলোকে স্ব স্ব কলেজের অধ্যক্ষের নিয়োগের মাধ্যমে চাকরি করে আসছি। কিন্তু আমাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হচ্ছে না। আমাদের অনেকের বয়স ৩০ বছরের বেশি হয়ে গেছে। আমরা সামান্য মজুরিতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছি। আমরা সরকারি কলেজের যে দফতরে চাকরি করছি সেখানে সরকারি দায়িত্ব পালন করছি। বিভিন্ন কলেজ জাতীয়করণ/সরকারিকরণ করা হলেও আমাদের বিষয়টি মানবিক বিবেচনা করা হচ্ছে না।

মানববন্ধনে বক্তব্য দেন সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. এহসানুল কবীর, সদস্যসচিব মো. রুহুল আমিন সরদার, আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম (আমিন), সদস্যসচিব মো. ফরিদুল ইসলাম প্রমুখ।