৫ জুনের ট্রেন টিকিট পেতে আধা ঘণ্টায় ৩ লাখ হিট

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৭ জুন ঈদ ধরে প্রস্তুতি নিয়ে সাত দিনের বিশেষ ব্যবস্থায় বিক্রি হচ্ছে আন্তঃনগর ট্রেনের টিকিট। সেই ধারাবাহিকতায় আজ সোমবার (২৬ মে) বিক্রি হচ্ছে ৫ জুনের যাত্রার টিকিট। ৬ জুনের টিকিট বিক্রি হবে মঙ্গলবার (২৭ মে)।

তবে গত পাঁচ দিনের মধ্যে সর্বোচ্চ হিট পড়েছে আজ। সোমবার সকাল ৮টা থেকে বিক্রি শুরুর কথা থাকলেও ভোর থেকেই বাংলাদেশ রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট ও অ্যাপে প্রচণ্ড চাপ দেখা দেয়। প্রথম আধা ঘণ্টায় প্রায় ২ লাখ ৯৭ হাজার হিট পড়ে।

বিশেষ করে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোর টিকিট ছিল সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন। রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলার যাত্রীরা এদিন বাড়ি ফিরতে চান। কয়েক মিনিটের মধ্যেই এসব ট্রেনের প্রায় সব আসন বুকড হয়ে যায়।

অনেকে অভিযোগ করেছেন, ওয়েবসাইটে ঢুকতে পারলেও সিট সিলেক্ট করা কিংবা পেমেন্ট সম্পন্ন করতে পারেননি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রেলওয়ে ফ্যান গ্রুপে অনেকেই হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

তারা জানান, টিকিট বিক্রি শুরু আগেই লগইন করি, কিন্তু সিট সিলেক্ট করতে গিয়ে সাইট স্লো হয়ে যায়। পরে দেখি সব টিকিট শেষ। প্রতি ঈদেই একই ভোগান্তি হয়, প্রযুক্তির কথা বললেও কিছুই কাজ করে না।

কমলাপুর রেলস্টেশনে স্টেশন ম্যানেজার মো. শাহাদাত হোসেন বলেন, ট্রেনভিত্তিক আসন ও সময় ভাগ করে বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি চাপ ৫ জুনের টিকিটে, কারণ সেদিন সরকারি ছুটি থাকায় যাত্রীর সংখ্যা বেশি।

এবারের ঈদে চলবে ৪৩টি আন্তনগর ট্রেন, আসন সংখ্যা প্রায় ৩৩ হাজার ৩১৫। এ ছাড়া প্রতিটি ট্রেনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে স্টেশন কাউন্টারে।

ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। সেদিন ৯ জুনের টিকিট দেওয়া হবে।