সম্প্রতি সরকারি কর্মচারীদের দমন-নিপীড়নের জন্য যে বিবর্তনমূলক কালো আইন প্রণয়ন করা হয়েছে, সে আইন বাতিল করাসহ কর্মচারীদের রেশন ও সচিবালয় ভাতা চালুর দাবিতে সচিবালয়ে কর্মচারীদের সমাবেশ চলছে।
সোমবার (২৬ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ের বাদামতলায় এই সমাবেশ শুরু হয়।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবীর জানিয়েছেন বেলা ২টায় আইন উপদেষ্টার সঙ্গে তাদের মিটিং রয়েছে। সেখানে ফলপ্রসু আলোচনা না হলে আগামীকাল থেকে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
আজ কর্মসূচি সাভাবিক নিয়মেই চলবে বলেও জানান তিনি।
সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। মিছিলটি পুরো সচিবালয় প্রদক্ষিণ করছে।