ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানি আগামী ১৪ জুলাই ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১ জুলাই) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মো. জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন।
এদিন মামলাটির ফৌজদারি কার্যবিধি আইনের ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা শুনানি পেছানোর জন্য আবেদন করেন। সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৪ জুলাই আত্মপক্ষ সমর্থন শুনানির জন্য নতুন করে তারিখ ধার্য করেন আদালত।
বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান এ তথ্য নিশ্চিত করেন।
শুনানিকালে ক্রিকেটার নাসির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। তবে তামিমা সুলতানা তাম্মি চাকরি থেকে ছুটি না পাওয়ায় আদালতে উপস্থিত হতে পারেননি। তার পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবীরা।
এর আগে, গত ২৮ এপ্রিল নাসির-তামিমার মামলা শুনানিতে বিব্রত প্রকাশ করার বিচারের জন্য সংশ্লিষ্ট আদালতে বদলির নির্দেশ দেন।
২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তামিমার স্বামী রাকিব হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পিবিআই’র পুলিশ পরিদর্শক (নি.) শেখ মো. মিজানুর রহমান তিন জনকে দোষী উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেন। পরের বছরে ২৪ জানুয়ারি আদালত নাসির-তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। তবে এ মামলার অপর আসামি তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়।
চলতি বছরের ১৬ এপ্রিল মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মোট ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।