তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-লাঠি বহন নিষিদ্ধ: ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে ৬ জুলাই (রবিবার) রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত তাজিয়া মিছিলে সব ধরনের অস্ত্র ও লাঠি বহন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মিছিলে অংশগ্রহণকারীদের জন্য নির্দিষ্ট কিছু নির্দেশনা জারি করেছে ডিএমপি। 

বুধবার (২ জুলাই) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।

এতে বলা হয়, তাজিয়া মিছিলে অংশগ্রহণকারী কেউ ধারালো অস্ত্র, ছোরা, কাঁচি, বল্লম, বর্শা, তলোয়ার, লাঠি, ইত্যাদি বহন করতে পারবেন না। এমন কোনও বস্তু বা আচরণ যেটি জননিরাপত্তার জন্য হুমকি, অরাজকতা সৃষ্টি করে বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে—তা থেকে বিরত থাকতে হবে। এ ধরনের পরিস্থিতি প্রতিরোধে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং ধর্মীয় অনুষ্ঠানাদি যাতে সুষ্ঠুভাবে পালিত হয়, সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স মোতাবেক এসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নির্দেশনা তাজিয়া মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে।