জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর গুলশান থানার ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ভগ্নিপতি লতিফ ভূইয়া কামাল ওরফে হামিদ লতিফ ভূইয়াকে (৫৭) জেলগেটে ৩ দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. সামিউল ইসলাম ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন নামঞ্জুর করে জেলগেটে ৩ দিন জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
উল্লেখ্য, শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত ৩ টা ১০ মিনিটে বাড্ডা থানার আফতাব নগর মোড়ের একটা বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর গুলশান থানাধীন সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী (২৩)। জুমার পর আসামিদের ছোড়া গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার নিহতের বাবা মো. সবুজ বৃহস্পতিবার (২ জুলাই) গুলশান থানায় মামলা দায়ের করেন।