ইউল্যাবে ইইই পড়ার সুযোগ

ইউল্যাব

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) এ শুরু হচ্ছে চার বছর মেয়াদী বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কোর্স। সম্প্রতি এ বিষয়টি খোলার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

প্রতিষ্ঠালগ্ন থেকেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) সহ অন্যান্য বিভাগ পরিচালনা করছে ইউল্যাব। এবার বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়টি চালু করতে যাচ্ছে ইউল্যাব।

দেশের ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের পরামর্শে  এই প্রোগ্রাম এবং পাঠ্যক্রমের বিষয়গুলোর ডিজাইন করা হয়েছে।

বিএসসি ইন ইইই ডিগ্রি সম্পন্ন করতে একজন ছাত্রকে থিসিস/প্রকল্প সহ মোট ৩৪টি কোর কোর্স সম্পন্ন করতে হবে।  এছাড়া চারটি গ্রুপের মধ্যে যেকোনও একটি গ্রুপ নির্বাচন করে সেখান থেকে চারটি বিষয় পড়তে হবে। শিক্ষার্থীদের ঐচ্ছিক বিষয় হিসাবে অন্য ডিপার্টমেন্টে/বিভাগ থেকেও পাঁচটি কোর্স নিতে হবে।  ছাত্র ছাত্রীদের মোট ৪৪ টি কোর্স ও একটি থিসিস/প্রকল্প শেষ করেই এ ডিগ্রি অর্জন করতে হবে। সর্বমোট ১৪৪ ক্রেডিট আওয়ারে ১২টি সেমিস্টারে মোট সময় লাগবে চার বছর।

প্রাথমিকভাবে প্রতি সেমিস্টারে ৪০ শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী ফল সেমিস্টার ২০১৬ থেকে নতুন এ বিভাগের ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

/এফএস/