শাহ্জালালে ২২টি সোনার বারসহ আটক-১

উদ্ধার করা সোনাহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার রাতে ২২টি সোনার বারসহ মোক্তার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। উদ্ধার করা সোনার দাম প্রায় ২০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মইনুল খান বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোক্তার হোসেনকে (৪৯) ৮৭৫ গ্রাম ওজনের ২২টি সোনার বারসহ আটক করা হয়। সোনার বারগুলো বিমানবন্দরের গ্যাস বার্ণারের মধ্যে ওয়াশিং পাউডারের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিলো। আটক মোক্তার হোসেনের বাড়ি মুন্সিগঞ্জে।মইনুল খান আরও জানান, শনিবার সন্ধ্যা ৬টার সময় কুয়ালালামপুর
থেকে বিজি-০১৮৭ বিমানযোগে মোক্তার দেশে আসেন। তার পাসপোর্ট নম্বর হচ্ছে এজি- ৭৪২৯০৭৫। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
জেইউ/এমএসএম /