তৃতীয় অস্ত্রোপচার হলো আবুল বাজানদারের হাতে

আবুল বাজানদার

বৃক্ষমানব নামে পরিচিতি পাওয়া আবুল বাজানদারের ডান হাতের তৃতীয় অস্ত্রোপচার মঙ্গলবার সম্পন্ন হয়েছে। দুপুর ২ টা থেকে বেলা ৩টা নাগাদ এক ঘণ্টা ধরে বাজানদারের হাতের অস্ত্রোপচার হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান ।

ডা. সেন আরও জানান, বাজানদারের হাতের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। মঙ্গলবারের এই অপারেশনের প্লাস্টার আগামী পরশু বৃহস্পতিবার খুলে আবারও চিকিৎসকরা পর্যবেক্ষণ করবেন।আবুল বাজানদার ধীরে ধীরে হাতের আঙ্গুল নড়াচাড়া করতে পারবেন বলেও জানান তিনি।

আরও খবর পড়ুন- 

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন বৈধ

অস্ত্রোপচার করেন ডা. সামন্ত লাল সেনসহ বার্ন ইউনিটের বর্তমান পরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. কবীর চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. তানভীর আহমেদসহ অন্যরা।

সামন্ত লাল সেন জানান, আবুল বাজানদারের হাতের গজিয়ে ওঠা মাংসপিণ্ড কেটে ফেলা হয়েছে। ওখান দিয়ে যেন আবার মাংস সৃষ্টি না হয় সেদিকেও আমরা নজর রাখছি। আবুলের আরও কয়েকদফা অপারেশন করতে হবে আমাদের।

উল্লেখ্য আবুল বাজানদার বিরল রোগ ইপিডার্মোডিসপ্লাসিয়া ভ্যারুসিফরমিসে আক্রান্ত। গত ২০ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার ডান হাতের পাঁচ আঙ্গুলে প্রথম অস্ত্রোপচার করে জটমুক্ত করা হয়। গত ১৯ মার্চ হয়েছে বাম হাতের প্রথম অপারেশন।  

আরও খবর পড়ুন-

হাত ও চোখ বেঁধে কোথায় নেওয়া হয়েছিল জানে না সোহাগ! 

 

গত ৩০ জানুয়ারি খুলনার আবুল বাজানদার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন এবং তার চিকিৎসায় বর্তমানে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড কাজ করছে।

বার্ন ইউনিটের বর্তমান পরিচালক অধ্যাপক আবুল কালাম সাংবাদিকদের জানিয়েছেন, আবুল বাজানদারের চিকিৎসায় যতদিন সময় লাগবে তার পুরোটা সময় চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। আবুল বাজানদারের চিকিৎসার সব খরচ বহন করছে সরকার।

/জেএ/এফএস/