উন্নয়নের নামে মসজিদ ভাঙার সিদ্ধান্ত বাতিলের দাবি ওলামা লীগের

ওলামা লীগের মানববন্ধন‘সৌন্দর্য বর্ধন তথা উন্নয়নের নামে’ ৭৭টি মসজিদ ভাঙার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। রবিবার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানান দলটির সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ।

মানববন্ধনে তিনি বলেন, ‘কথিত সৌন্দর্য বর্ধন তথা উন্নয়নের নামে ঢাকার চারপাশে নদীকেন্দ্রিক ৭৭টি মসজিদসহ সারাদেশে আরও অনেক মসজিদ ভাঙা এবং কিছু মাদ্রাসা ভেঙে দেওয়ার মতো ইসলামবিরোধী কথা বলছেন নৌপরিবহন সচিব। আমরা মনে করি, মেয়র নির্বাচনের আগে নৌপরিবহন সচিবের এসব কথা নেতিবাচক প্রভাব ফেলবে। জামায়াত, হেফাজত, বিএনপি ইস্যু তৈরি করবে। ইসলামি শরিয়ত অনুযায়ী, কোথাও একবার মসজিদ হলে তা ভাঙার অধিকার কারও নেই। কাজেই ইসলামের এই দেশে কোনও মসজিদ ভাঙা সাধারণ মুসলিমরা বরদাশত করবে না।’

তিনি আরও বলেন, ‘মসজিদ ভাঙা বা স্থানান্তরের নির্দেশ দিলেও ২০১৭ সালে মিরপুর-২ নম্বরে একটি গির্জা না ভেঙে ৩ রাস্তার মোড় করে সংযুক্ত করা হয়েছে। হাতিরঝিল মন্দির না ভেঙে রাস্তা বানানো হয়েছে। হিন্দু বাউলদের বাড়িঘর বাঁচাতে নরসিংদীর শহর রাস্তার বাঁধের কাজ ৯ বছর আটকে রাখা হয়েছে। সিলেটে গির্জার দেয়াল বাঁচাতে রাস্তার উন্নয়ন বন্ধ রাখা হয়েছে। তাহলে সরকারিভাবে কেন মসজিদ ভাঙা বা স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে?’

মানববন্ধনে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।