ডব্লিউএফপি’র সঙ্গে ত্রাণ মন্ত্রণালয়ের চুক্তি

ডব্লিউএফপি’র সঙ্গে ত্রাণ মন্ত্রণালয়ের চুক্তি

ইমার্জেন্সি মাল্টি সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রকল্প বাস্তবায়নে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি) কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। প্রকল্পটি বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়ন করা হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে ডব্লিউএফপির সঙ্গে ইমার্জেন্সি মাল্টি সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের চুক্তিটি স্বাক্ষর হয়েছে। সরকারের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল এবং ডব্লিউএফপির পক্ষে কান্ট্রি ডিরেক্টর রিচার্ড রেগান  চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. মোহসীন, প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেন এবং বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেমবন উপস্থিত ছিলেন।