সাংবাদিক কাজলের দ্রুত সন্ধান দাবি

1

নিখোঁজ ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের অবিলম্বে সন্ধান দাবি জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে ডিইউজে আয়োজিত সমাবেশে এ দাবি জানায় সাংবাদিক নেতারা।

মানববন্ধনে নিখোঁজ সাংবাদিক কাজলের ছেলে মনোরম পলক বলেন, কিভাবে কী হলো আমরা কিছুই জানি না, জানতে চাই না। আমার একটাই দাবি বাবাকে সুস্থ অবস্থায় ফেরত চাই।

ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, প্রায় ১০ দিন ধরে সাংবাদিক কাজল নিখোঁজ। উনি নিখোঁজ হওয়ার পর থেকে আমরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে একটি কথাই জানতে চেয়েছি, সরকার কেন খোঁজ দিচ্ছে না? কেন তার ব্যাপারে কোনও বক্তব্য দিচ্ছে না? এই বিষয়ে তারা কী করছেন তাও জানতে চেয়েছি।

মানববন্ধনে ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, গণমাধ্যমবান্ধব এই সরকারের আমলে সাংবাদিক নিখোঁজ বা হয়রানির ঘটনা মেনে নেওয়া যায় না। কোন একটি মহল সরকারকে বিপদে ফেলতে বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই হীন অপকর্ম করেছে। যা স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার পরিপন্হী।

একইসঙ্গে তিনি বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবিলা ও সাংবাদিকদের সুরক্ষায় গণমাধ্যম মালিকদের প্রতিষ্ঠান অ্যাটকো এবং নোয়াব নেতৃবৃন্দের প্রতি বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএফইউজের যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, সাবেক মহাসচিব পুলক ঘটক, ডিইউজের প্রচার সম্পাদক আছাদুজ্জামান আসাদ, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরীসহ আরও অনেকে।