করোনা প্রতিরোধে ডিএসসিসিতে ৮টি জীবাণুনাশক গাড়ি

করোনা প্রতিরোধে ভাইজার কারকরোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় আটটি ওয়াটার ভাইজার গাড়ি দিয়ে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে নগরভবন চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুল হক।

করোনা প্রতিরোধে স্প্রেডিএসসিসির সূত্র জানায়, করোনা ভাইরাসের জীবাণু ধ্বংস করতে সংস্থাটি গুরুত্বপূর্ণ সড়ক, প্রতিষ্ঠান, উন্মুক্ত জায়গা, টার্মিনাল, জনসমাগম স্থল, কাঁচাবাজার, সদরঘাট নৌ টার্মিনাল এবং হাসপাতাল সংলগ্ন সড়কসহ গুরুত্বপূর্ণ এলাকায় ওয়াটার ভাউজারের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করার কাজ শুরু হয়েছে।

পাশাপাশি নগরীর বিভিন্ন গণপরিবহনেও এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এই কার্যক্রম নিয়মিত চলতে থাকবে।