ওয়ারীতে ঘরে ঘরে গিয়ে নমুনা সংগ্রহ হবে

ওয়ারী লকডাউনপুরান ঢাকার ওয়ারী এলাকার ঘরে ঘরে গিয়ে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুথে গিয়ে নমুনা দেওয়ার প্রবণতা কম এবং করোনার নমুনা পরীক্ষায় অর্ধেকের বেশি পজিটিভ আসায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন প্রতিনিধির তত্ত্বাবধানে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নেতৃত্বে বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে রেড জোন এলাকার ঘরে ঘরে গিয়ে উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের খুঁজে বের করে করোনা পরীক্ষা করা হবে।

সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, বুধবার (১৫ জুলাই) লকডাউনের ১২তম দিন পর্যন্ত ১৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ফলাফল প্রাপ্ত ১৪১ জনের মধ্যে ৭০ জনের করোনা পজিটিভ এসেছে। তাছাড়া এলাকায় সংক্রমণের হার যথেষ্ট বেশি থাকলেও নমুনা পরীক্ষার হার খুবই কম। এতদিন ৫০ জনের বেশি নমুনা সংগ্রহের সক্ষমতা থাকলেও দিনে ৯ থেকে ১০ জনের বেশি লোক আসেনি। তাই আরও বেশি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ওয়ারীর নমুনা সংগ্রহ বুথের দায়িত্বে থাকা ডিএসসিসি অঞ্চল-৫-এর সমাজকল্যাণ শাখার তত্ত্বাবধায়ক নুরুল ইসলাম খান নাঈম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ (বুধবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধির সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল থেকে ডোর টু ডোর গিয়ে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করবো।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখবো কোথাও কোনও উপসর্গযুক্ত ব্যক্তি আছেন কিনা। আমরা চাচ্ছি ব্যাপক হারে পরীক্ষা করার জন্য। এতদিন আমাদের ৫০টি পরীক্ষার সক্ষমতা ছিল। কিন্তু এই পরিমাণ মানুষও আসতো না। প্রতিদিন ৯ থেকে ১০ জনের মতো রোগী আসতো। আমরা এটাকে আরও ব্যাপক হারে বাড়ানোর উদ্যোগ নিয়েছি। এক্ষেত্রে প্রতিদিন যত মানুষ আসবে সবার নমুনা পরীক্ষা করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধির তত্ত্বাবধানে কাল থেকে আমাদের ৪০ জন ও আইইডিসিআরের ২৭ জন প্রতিনিধি একযোগে ওয়ারীর প্রতিটি বাসাবাড়িতে যাবে।’

প্রসঙ্গত, এর আগে গত ৪ জুলাই থেকে করোনাভাইরাসের রেড জোন হিসেবে রাজধানীর ওয়ারীকে ২১ দিনের জন্য লকডাউন করা হয়।

আরও পড়ুন: 

২১ দিনের লকডাউনে যাচ্ছে ওয়ারী

রাজাবাজারের অভিজ্ঞতা প্রয়োগ হবে ওয়ারীতে

কঠোর বার্তার পরেও ওয়ারীতে ঢিলেঢালা লকডাউন