মেরাদিয়া হাটে ডিএসসিসির অভিযান

IMG_5154রাজধানীর বনশ্রী সংলগ্ন মেরাদিয়া হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (১৫ জুলাই) মেরাদিয়া হাটে অবৈধভাবে দখলে থাকা বেশ কিছু সম্পত্তি পুনরুদ্ধারে এই অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব জায়গায় অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের নির্দেশে সংস্থাটির সম্পত্তি বিভাগ তাদের জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।’

IMG_5151তিনি আরও বলেন, ‘আজকের অভিযানে প্রায় ১ একর ১৪ শতক জায়গা দখলমুক্ত করার পর, তারকাঁটা দিয়ে ঘিরে নিজস্ব সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। পুনরায় যেনও কেউ দখল করার চেষ্টা করতে না পারে সে জন্য নিয়মিত মনিটরিং করা হবে। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন এই এক একর ১৪ শতক জায়গা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল ছিল। সেখানে অবৈধভাবে স্থাপনা গড়ে তুলেছিল প্রভাবশালী একটি মহল।