মুগদার কদম আলী ঝিলে নৌকাডুবিতে দুই শিক্ষার্থীর মৃত্যু

নৌকাডুবিতে নিহতরাজধানীর মুগদার কদম আলী ঝিলে নৌকাডুবিতে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলেন, নাইমা সুলতানা (১৬) ও মৃদুল হাসান (১৯)। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে হাসপাতালের প্রক্রিয়া শেষে নিহতদের লাশ তাদের পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে পাঁচ শিক্ষার্থীদের নিয়ে ঝিলে একটি নৌকা ডুবে যায়। তিনজন শিক্ষার্থী সাতরে তীরে আসতে পারলেও দুজন আসতে পারেনি। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে দুই শিক্ষার্থীর লাশের সঙ্গে আসা স্বপন নামে এক তরুণ বাংলা ট্রিবিউনকে বলেন, তারা পাঁচজন মিলে নৌকা ভ্রমণে গিয়েছিলেন। নৌকাটি ঝিলের মাঝখানে ডুবে যায়। এতে দুজন মারা যায়। দুই শিক্ষার্থী উচ্চমাধ্যমিকে প্রথম বর্ষের শিক্ষার্থী। তারা মান্ডা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নিহতদের লাশ ঢামেক মর্গে ছিল। রাতে পরিবার লাশ নিয়ে বাসায় ফিরেছে।