ওয়াসার ঠিকাদারি প্রতিষ্ঠানকে পরিবেশ অধিদফতরের জরিমানা

IMG_20200729_133647ওয়াসার ঠিকাদারি প্রতিষ্ঠানকে পরিবেশ অধিদফতর এক লাখ টাকা জরিমানা করেছে। ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (আগারগাঁও অংশ) ঠিকাদারি প্রতিষ্ঠান নাভানা কনস্ট্রাকশন লিমিটেডকে এই জরিমানা করা হয়।

বুধবার (২৯ জুলাই) অধিদফতরের মনিটরিং অ্যান্ড অ্যানফোর্সমেন্ট শাখার উদ্যোগে পরিচালিত হয় এই অভিযান। এই সময় পরিবেশগত ছাড়পত্রের শর্ত অনুসরণ না করে রাস্তা খনন করায় এই জরিমানা করা হয়।

wasaপরিবেশ অধিদফতরের পরিচালক রুবিনা ফেরদৌসী জানান, অভিযানের সময় দেখা যায় রাস্তায় মাটি কেটে ঢেকে না রেখে স্তূপ করে রাখা হয়েছে। এর ফলে বৃষ্টিতে মাটি ও বালু রাস্তার পাশের ড্রেনে পড়ে জলাবদ্ধতা তৈরি করছে। যা পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করছে। তাই বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ঢাকা ওয়াসার প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারি সংস্থাকে এক লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।

অভিযানে পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ, সহকারী পরিচালক মো. সাইফুল আশ্রাব, পরিদর্শক মো. মির্জা আসাদুল কিবরিয়া অংশ নেন।