দ্বিতীয় দিনের অভিযানে ৮২ স্থাপনায় এডিসের লার্ভা পেলো ডিএনসিসি

9তৃতীয় পর্যায়ের ১০ দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের দ্বিতীয় দিনে ৮২টি স্থাপনায় এডিসের লার্ভা পেয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে ৪৮ টি মামলায় ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৯ আগস্ট) সকাল ১০টা থেকে করপোরেশনের ৫৪টি ওয়ার্ডে একযোগে বিশেষ এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিযানে ১৩ হাজার ৩৮৪টি বাড়ি, স্থাপনা ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ৮২ টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ৭ হাজার ৪৬৮ টি বাড়ি বা স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেলে সেসব স্থানে কীটনাশক প্রয়োগ করা হয়েছে। অভিযানে ৪৮ টি মামলায় এক লাখ ৮ হাজার ১০০টাকা জরিমানা আদায় করা হয়।