বেওয়ারিশ কুকুর অপসারণের দাবিতে ডিএসসিসিকে আল্টিমেটাম

1চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা হতে বেওয়ারিশ কুকুর অপসারণের দাবিতে আল্টিমেটাম দিয়েছে একটি সংগঠন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ‘আমরা সচেতন ঢাকাবাসী’ নামের এই সংগঠনটি নগর ভবনের সামনে বেওয়ারিশ কুকুর অপসারণের দাবিতে এই মানববন্ধন করে।
এ সময় সমন্বয়ক মো. ইমন সাইমন বলেন, বিগত কয়েক দিন ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর ভবন, ধানমন্ডি লেক ও রমনা লেক এলাকা থেকে নামকাওয়াস্তে কয়েকটি কুকুর অপসারণ করেছে। কিন্তু ৪০০ বছরের ঐতিহ্যে সমৃদ্ধ এই ঢাকা শহরে যখন আমরা কুকুরের যন্ত্রণায় বাসা থেকে বের হতে পারি না, মসজিদে নামাজ পড়তে যেতে পারি না কিংবা বাচ্চারা নির্বিঘ্নে খেলাধুলা করতে পারে না, তখন এই ঢাকা শহরের বাসিন্দা হয়ে আমার লজ্জা হয়। পৃথিবীর কোন সভ্য দেশের রাজধানীতে বেওয়ারিশ কুকুরের এ রকম অবাধ বিচরণ মেনে নেওয়া যায় না। নগরপিতা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে এই ডিসেম্বরের মধ্যেই বেওয়ারিশ কুকুর অপসারণের দাবি জানাচ্ছি।
বেওয়ারিশ কুকুর অপসারণের বিরুদ্ধে অবস্থান নেওয়াদের বিরুদ্ধে বক্তারা বলেন, কেউ কেউ বেওয়ারিশ কুকুরের জন্য মায়াকান্না করছেন অথচ ওনারা চলেন দামি গাড়িতে, ওনারা ঘুমান জার্মান শেফার্ড নিয়ে। কিন্তু উনাদের মায়া কান্না এই বেওয়ারিশ কুকুরগুলোকে নিয়ে।
এ সময় ‘নিরাপদে চলতে চাই, বেওয়ারিশ কুকুরমুক্ত ঢাকা চাই’, ‘কুকুর থাকবে আঙিনায়, বেওয়ারিশ কুকুর অপসারণ চাই’ ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নিতে দেখা যায়।
পরে মানববন্ধনে অংশগ্রহণ করাদের মধ্যে ৫ জনের একটি দল করপোরেশনের সিইও এবিএম আমিন উল্লাহ নূরীর সঙ্গে দেখা করে তাদের দাবি জানিয়ে আসেন।