শতভাগ পেনশন ও ৫০ শতাংশ মহার্ঘ ভাতা চান সরকারি কর্মচারীরা

1শতভাগ পেনশন ও ৫০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন চান সরকারি কর্মচারীরা। এছাড়া সরকারি কর্মচারীদের পদ ও বেতন বৈষম্য দূর করারসহ ৭ দফা দাবি জানিয়েছেন তারা। শনিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে থেকে এসব দাবি জানায় বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ ও বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন।
তাদের দাবিগুলো হচ্ছে পদ ও বেতন বৈষম্য দূর করা; বিভিন্ন দফতর/প্রতিষ্ঠানের উন্নয়ন খাতে কর্মরত কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করা; পেনশনের হার ৯০ থেকে ১০০ শতাংশ ও গ্রাচুইটি আর এক টাকায় ২৩০ টাকার স্থলে ৪০০ টাকায় উন্নীত করা; ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান; ৫০ লাখ টাকা পর্যন্ত গৃহ নির্মাণ ঋণ প্রদান এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ এবং অবসর গ্রহণের বয়স ৬২ করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলে বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদের সভাপতি মো. নিজামুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ারেছ আলী, সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার প্রমুখ।