ছবিতে করোনাকালের ‘কার্তিক ব্রত’

কার্তিক ব্রতে উপবাস ভাঙার আগে প্রদীপ জ্বালিয়ে বসেছেন ভক্তরা। ছবি: নাসিরুল ইসলামপ্রাণঘাতী রোগ থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস পালন করে আশ্রম প্রাঙ্গণে প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন বাবা লোকনাথ। সেই থেকে প্রিয়জনের মঙ্গল কামনায় প্রতিবছর কার্তিক মাসের শেষ ১৫ দিনের প্রতি শনি ও মঙ্গলবার এই উপবাস বা ‘কার্তিক ব্রত’ পালন করেন লোকনাথ ভক্তরা।

কার্তিক ব্রতের প্রার্থনা। ছবি: নাসিরুল ইসলামপ্রাণঘাতী করোনাকালে এবারের এই উপবাসের গুরুত্বও বিশেষ।

করোনাকাল অবসানের কামনায় প্রদীপ জ্বালাচ্ছেন এক তরুণী। ছবি: নাসিরুল ইসলামশনিবার (৭ নভেম্বর) রাজধানীর স্বামীবাগে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরে কার্তিক ব্রত বা রাখের উপবাস উপলক্ষে ঘি-এর প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন হাজারো সনাতন ধর্মাবলম্বী।

উপবাস ভাঙার অপেক্ষা। ছবি: নাসিরুল ইসলামপ্রার্থনায় মগ্ন এক ভক্ত। ছবি: নাসিরুল ইসলামসন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন শেষ হলে উপবাস ভাঙেন ভক্তরা।ছবি: নাসিরুল ইসলাম