অবরোধ তুলে নিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ

IMG_20201128_155803বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতা করায় খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক ও ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফয়জুল করিমের শাস্তির দাবিতে শাহবাগ মোড়ের অবরোধ তুলে নিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই দুই নেতার গ্রেফতার করা না হলে সারাদেশে কঠোর কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ একাংশের (বুলবুল-মামুন) নেতারা।

শনিবার (২৮ নভেম্বর) বিকাল ৪টায় থেকে ৫টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। ‘মহানবী (সা.) এর অবমাননাকারী ও বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারী ধর্ম ব্যবসায়ী মামুনুল হক ও ফয়জুল করিমের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ ব্যানারে ওই কর্মসূচির আয়োজন করা হয়।

শাহবাগ মোড় এক ঘণ্টা অবরোধ করার পর মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ‘আগামী ৩০ নভেম্বরের মধ্যে সাত দফা দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে কঠোর কর্মসূচি পালন করা হবে।’
কর্মসূচি ঘোষণার পরপরই অবরোধ তুলে নেন তারা। এরপর আগের মতো যান চলাচল স্বাভাবিক হয়। এক ঘণ্টা অবরোধ থাকায় শাহবাগমুখী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়ে অফিস ফেরত হাজারও মানুষ।