এক বছর পর যশোর যাবে বিমানের ফ্লাইট

করোনা মহামারির কারণে গত বছর মার্চে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বন্ধ হয়। প্রায় এক বছর পর যশোর রুটে ফের ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উড়োজাহাজের সংকট থাকায় এত দিন ফ্লাইট চালাতে পারেনি বিমান।

বিমান জানিয়েছে, ২৮ মার্চ থেকে ঢাকা-যশোর-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করবে। এ রুটে সপ্তাহে ৯টি ফ্লাইট পরিচালিত হবে।

অন্যদিকে ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে সপ্তাহে তিনটির পরিবর্তে দশটি ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার এবং সেল্স কাউন্টার থেকে টিকেট ক্রয় করা যাবে বলে জানিয়েছে বিমান।