খাঁ খাঁ করছে সব টার্মিনাল

সাত দিনের লকডাউনে দেশ। বন্ধ রয়েছে গণপরিবহন। ফলে খাঁ খা করেছে নগরীর বাস, ট্রেন ও নৌ টার্মিনালগুলো। বদলে গেছে এর পরিবেশও। অন্যান্য দিনের মতো যাত্রী সাধারণের আনাগোনা নেই চিরচেনা টার্মিনালগুলোতে। লকডাউনের প্রথম দিন বুধবার (১৪ এপ্রিল) এমন চিত্র দেখা গেছে।

ঢাকা সদরঘাটে দেখা গেছে টার্মিনালের কোনও পল্টুনে লঞ্চ নেই। নেই কোনও যাত্রীও। অলস সময়  পার করছে শ্রমিকরা। বন্ধ রয়েছে অধিকাংশ প্রবেশ মুখ। একইসঙ্গে ফাঁকা অবস্থা বিরাজ করছে বন্দরের আশেপাশের ছোটখাটো লঞ্চ জেটি গুলোতে।

ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী বলেন, ‘সদরঘাটে যাত্রী তো দূরের কথা কোনও লঞ্চ নেই। লঞ্চ ছেড়েও যাচ্ছে না আবার আসছেও না। আমরা সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। সরকার ঘোষিত লকডাউন কঠোরভাবে পালিত হচ্ছে।’

এই চিত্র বিরাজ করছে নগরীর সায়েদাবাদ, গাবতলি, মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেল স্টেশনে। গণপরিবহন বন্ধ থাকায় হাজারো বাস অলস বসে আছে এসব টার্মিনালে। তবে কমলাপুর থেকে মালবাহী বিভিন্ন ট্রেন চলাচল করছে। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, লকডাউনে পণ্যবাহী ট্রেন চলাচল করবে।

জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, সরকার ঘোষিত লকডাউনে সব গণপরিবহন বন্ধ থাকবে। টার্মিনালগুলোতে গণপরিবহন দাঁড়িয়ে রয়েছে। কাউন্টারগুলো বন্ধ রয়েছে। শ্রমিকরা অলস সময় কাটাচ্ছেন। লকডাউনের সাত দিন কোনও গণপরিবহন চলবে না।