ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ মামলা

সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের বিধিনিষেধ তদারকিতে ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দিনভর পরিচালিত এসব অভিযানে ১১টি মামলা দায়ের করা হয়।

ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের (আনিক) পাশাপাশি করপোরেশনের সম্পত্তি বিভাগের তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতগুলোর নেতৃত্ব দেন।

অভিযানে সরকারি বিধিনিষেধ ভঙ্গ ও স্বাস্থ্যবিধি না মানায় এবং অনুমোদন ছাড়া দোকান খোলা রাখায় মোট ১১টি মামলা দায়ের ও ১৫ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ডিএসসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।