পুলিশের গুলিতে নিহত শ্রমিকদের স্মরণে প্রদীপ প্রজ্বলন

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের গুলিতে এস আলম গ্রুপের কয়লাবিদ্যুৎ কেন্দ্রের নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছে নতুন ধারা বাংলাদেশ।

রবিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর পল্টন মোড়ে কর্মসূচি পালিত হয়।

এসময় নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, ‘নির্মম মহামারিতে শ্রমিকের বুকে চালানোর মত জঘন্য কাজটি কারা করেছে? কেন করেছে? তার সুষ্ঠু তদন্ত নতুন প্রজন্মের প্রতিনিধিরা চায়। রমজান মাসে শ্রমিকদের জন্য খাদ্য-বাসস্থান নিশ্চিত না করে উল্টো জীবনরোধের এই লকডাউন না দিয়ে পরিকল্পিতভাবে বাংলাদেশের মাটি ও মানুষের জন্য সরকারকে এখনই কার্যত পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

নিহত শ্রমিকদের পরিবারকে কমপক্ষে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান মোমিন মেহেদী।

এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, শান্তা ফারজানা, চন্দন সেনগুপ্ত, জোবায়ের আহমেদ।