খিলক্ষেতে এক শিশুকে হত্যার অভিযোগ

রাজধানীর খিলক্ষেতে রনি (১১) নামে শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২১ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে খিলক্ষেত থানা পুলিশ।

ময়না তদন্তের জন্য লাশটি দুপুরের দিকে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

রনির গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। সে পরিবারের সঙ্গে খিলক্ষেত এলাকায় থাকত। রনি চা ও মাস্ক বিক্রি করতো। তারা বাবা রায়হান পেশায় রাজমিস্ত্রি।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃতের স্বজনদের বরাত দিয়ে এসআই মিজানুর রহমান জানান, গত ১৬ এপ্রিল বিকেলে রনিদের পাশের রুমে বাসিন্দা ফয়েজ মিয়া তার মেয়েকে মারধর করছিলো। সে সময় রনি তাকে বাধা দিতে গেলে ফয়েজ একটি পুতুলের হাতল দিয়ে সজোরে আঘাত করে, যা রনির বুকে লাগে। এতে সে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। রনি প্রথমে বিষয়টি না জানালেও যন্ত্রণা সহ্য করতে না পেরে পরে তার মাকে জানায়। এরপর স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়। গত মঙ্গলবার (২০ এপ্রিল) তার অবস্থার অবনতি হলে খিলক্ষেতস্থ আশিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ঐদিন দিবাগত রাত সাড়ে বারোটায় রনির মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহটি বাসায় নিয়ে যায়।

শিশুটির চাচা অহিদুল ইসলাম জানান, ঘটনার বিষয়টি রনির পরিবার জানার পর থেকে ফয়েজ মিয়া পলাতক রয়েছে। তাকে হত্যার অভিযোগ করেন তিনি।