সকালে বন্ধ চায়না মার্কেট দুপুরে খোলা

স্বাস্থ্যবিধি না মানার কারণে মঙ্গলবার (৪ মে) সকালে বন্ধ করে দেওয়া চায়না মার্কেট এ দিন দুপুরে খুলে দেওয়া হয়েছে। মার্কেট কমিটির পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার মুচলেকা নিয়ে মার্কেট খুলে দেওয়া হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

তিনি বলেন, ‘আমরা স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে চাই। বন্ধ করে দেওয়ার পর মার্কেটের পক্ষ থেকে সবধরনের সরঞ্জামাদি কিনে আমাদের মুচলেকা দেওয়ার পরে মার্কেট খোলার অনুমতি দেওয়া হয়েছে।’

হেলাল উদ্দিন বলেন, ‘‘আমরা কঠোর হয়েছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কঠোর হতে বলেছি। যেখানে স্বাস্থ্যবিধি মানা হবে না, সেখানেই জরিমানার বিধান থাকবে। মার্কেট বন্ধ হবে। মঙ্গলবার সকালে অভিযোগের ভিত্তিতে চায়না মার্কেটে গিয়ে দেখা যায়, তারা স্বাস্থ্যবিধি মানছে না। মার্কেটে আসা অধিকাংশ মানুষের মুখে মাস্ক ছিল না। এমনকি দোকানিদের মুখেও মাস্ক ছিল না। মার্কেটের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার ছিল না। ‘নো মাস্ক নো সার্ভিস’–এর ব্যানার ছিল না। পরবর্তীতে তারা এই ব্যানার লাগিয়েছে। স্বাস্থ্যবিধির সরঞ্জামাদি কিনে এনেছে। এরপর স্বাস্থ্যবিধি না মানতে দেখলে এবং সমিতির পক্ষ থেকে মার্কেট বন্ধ করলে, কেউ কোনও আপত্তি জানাবে না বলে মুচলেকা দেওয়ার পরে মার্কেট খুলে দেওয়া হয়েছে।’’

বুধবার (৫ মে) মিরপুরের কয়েকটি মার্কেট দেখতে যাবেন বলেও জানান দোকান মালিক সমিতির সভাপতি। সেখানে যদি স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি চোখে পড়ে, তাহলেও ব্যবস্থা নেওয়া হবে। আগামী কয়েকদিন আমাদের সতর্কতার সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘ক্রেতাদেরকেও স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে হবে।’ স্বাস্থ্যবিধি না মানলে প্রতীকী শাস্তি দেওয়া দরকার বলেও  মনে করেন হেলাল উদ্দিন।

আরও পড়ুন:

স্বাস্থ্যবিধি না মানায় মার্কেট বন্ধ

বসুন্ধরা সিটিতে তিন তলার ওপরে যেতে পারেননি মোবাইল কোর্ট