করোনার সংক্রমণ রোধে ডিএনসিসির অভিযান

করোনাভাইরাসের বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি মামলায় ৪১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি।

মঙ্গলবার (৪ মে) বসুন্ধরা আবাসিক এলাকায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ব‍্যবসা পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী মজুত রাখায় এই জরিমানা আদায় করা হয়।

ডিএনসিসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, মো. রিফাত ফেরদৌস এবং পারসিয়া সুলতানা প্রিয়াঙ্কার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৫টি মামলা দায়ের করা হয়। মামলায় সর্বমোট ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।