মাস্ক না পরায় ১৫ জনকে জরিমানা

চলমান লকডাউনকে কেন্দ্র করে স্বাস্থ্যবিধি নিশ্চিতের ধারাবাহিকতায় রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৭ মে) বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

খিলগাঁওয়ের তালতলা এলাকার সিটি কর্পোরেশন সুপার মার্কেট ও আশপাশ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাশ।

ভ্রাম্যমাণ আদালত বেশ কয়েকটি মার্কেট ও আশপাশ এলাকার ছোট ছোট দোকানপাটে অভিযান পরিচালনা করে। এসময় স্বাস্থ্যবিধি মেনে না চলা ও মাস্ক না পরার কারণে ১৫ জনকে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়। মাস্ক ব্যবহার না করার অপরাধে মোট ১৫ জনকে ৮ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাশ বলেন, অর্থদণ্ড করে আইনগত ব্যবস্থা নিয়ে মানুষকে সচেতন করা সম্ভব নয়, আমরা নিজেরা যদি সচেতন না হই। অনেকের মধ্যেই মাস্ক ব্যবহারের প্রবণতা লক্ষ্য করা গেছে কিন্তু অনেকাংশের মধ্যে মাস্ক না পরার প্রবণতাও দেখতে পেয়েছি। সবাইকে আমরা করোনা সংক্রমণ রোধে সচেতন থাকার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। মাস্ক পরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বাইরে বের হওয়ার কথা আমরা তাদের কাছে তুলে ধরছি।