নাটোরে প্রকৌশলীকে মারধর: এমপির ভাগ্নের বিরুদ্ধে মানববন্ধন

নাটোরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হানকে লাঞ্ছিত ও মারধরের প্রতিবাদে ঢাকার পান্থপথে পানি ভবনের সামনে মানববন্ধন করেছেন তার সহকর্মীরা। মঙ্গলবার (২৫ মে) বিকালের এ মানববন্ধন কর্মসূচি থেকে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।

প্রসঙ্গত, সোমবার (২৪ মে) বিকালে নাটোরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হানকে তার অফিসে মারধর করে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ভাগ্নে এবং স্বেচ্ছাসেবকলীগ নেতা নাফিউল ইসলাম। এই ঘটনায় নাটোর থানায় একটি মামলা করেছেন প্রকৌশলী আবু রায়হান।

নাফিউল ইসলাম অন্তরের বাবা মীর আমিরুল ইসলাম জাহান পানি উন্নয়ন বোর্ডের একজন ঠিকাদার এবং নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।

আবু রায়হান এজাহারে অভিযোগ করেন, এমপির ভাগ্নে নাফিউল তাকে ডেকে অফিসে নিয়ে মারধর করেন। নাফিউল পানি উন্নয়ন বোর্ডের একটি ভবন নির্মাণের তদারকির কাজ করছেন। ভবনে যে মানের টাইলস লাগানোর কথা তা না লাগিয়ে তিনি নিম্নমানের টাইলস লাগাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। নিম্নমানের টাইলস লাগাতে নিষেধ করায় প্রকৌশলীর ওপর ক্ষিপ্ত হন নাফিউল।

অফিসের মধ্যেই তাকে কিল-ঘুষি মারেন নাফিউল ইসলাম অন্তর। এতে প্রকৌশলী আবু রায়হানের ঠোঁট কেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানিয়েছেন, এই ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।