বিদেশগামী কর্মীদের অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন চায় বায়রা

বিদেশগামী কর্মীদের অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন দেওয়া ও টিকেটের মূল্য স্থিতিশীল রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন সম্মিলিত সমন্বয় পরিষদ (বায়রা)।

বুধবার (১৬ জুন) ঢাকা রিপোর্টারস ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে বায়রার সাবেক সভাপতি আবুল বাশার বলেন, বর্তমান শ্রমবাজারে একমাত্র সৌদি আরব ছাড়া সকল দেশে করোনা ভাইরাসের কারণে শ্রমিক প্রেরণ বন্ধ রয়েছে। এখন কর্মীদের সৌদি আরবে প্রবেশ করলে ভ্যাকসিন নেওয়া থাকলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই। কিন্তু ভ্যাকসিন নেওয়া না থাকলে ৭ দিনের হোটেল কোয়ারেন্টাইন পালন করতে হচ্ছে। এতে কর্মীদের ৭০ থেকে ৮০ হাজার টাকা অতিরিক্ত খরচ হচ্ছে।

তিনি বলেন, সরকার বিদেশগামী কর্মীদের ২৫ হাজার টাকা করে প্রণোদনা ঘোষণা করেছে। কিন্তু আমাদের দাবি প্রণোদনা না দিয়ে দ্রুত টিকার ব্যবস্থা করা হোক। সরকার চাইলে সৌদি আরব অথবা টিকা দাতাসংস্থাগুলো, যেখানে বাংলাদেশি কর্মী যায়, তাদের থেকে টিকার ব্যবস্থা করতে পারে।

তিনি আরও বলেন, এখন ৫০ হাজার কর্মী বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত আছে। ফলে তাদের কোয়ারেন্টাইন বাবদ ৩৭৫ কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে।

টিকেটের যে উচ্চ মূল্য বিভিন্ন এয়ারলাইন্স নির্ধারণ করেছে সেটি বহন করতে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে। দিনশেষে এই অতিরিক্ত ব্যয়গুলো প্রবাসী কর্মীদের উপরই বর্তায়। সেই প্রেক্ষিতে অপেক্ষারত ৩০ থেকে ৪০ হাজার বিদেশগামী কর্মীকে দ্রুত ভ্যাকসিন দিয়ে টিকেটের মূল্য স্থিতিশীল করলে অভিবাসন খাতে বিদেশগামী কর্মী এবং প্রেরণকারী প্রতিষ্ঠানগুলো অনেক বিড়ম্বনা থেকে রেহাই পাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।