টেকনাফ থেকে সাতক্ষীরা পর্যন্ত বেড়িবাঁধ চায় গণতান্ত্রিক লীগ

ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষয়-ক্ষতি থেকে উপকূলের জনপদ রক্ষার জন্য টেকনাফ থেকে সাতক্ষীরা পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ।

শুক্রবার (১৮ জুন) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে করা মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মানুষ ও প্রাণীর মৃত্যু, ফসলের ক্ষয়-ক্ষতি বহু বছর ধরেই অব্যাহত আছে। সর্বশেষ ঘূর্ণিঝড় ইয়াস ও তার প্রভাবে জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

বছরের পর বছর ধরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়-ক্ষতি হলেও উপকূলজুড়ে এখনো টেকসই বাঁধ নির্মাণ হয়নি বলেও উল্লেখ করেন বক্তারা। তারা প্রাণহানি ও ফসলের ক্ষয়-ক্ষতি রোধ করতে টেকনাফ থেকে সাতক্ষীরা পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।