প্রতিবন্ধীদের বরাদ্দ বাড়ানোর দাবি সংগঠনগুলোর

দৈনিক ভাতা জোটে ২৫ টাকা

প্রস্তাবিত ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছে এ সংশ্লিষ্ট কয়েকটি সংগঠন।

শনিবার (১৯ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনগুলোর আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়। সংগঠনগুলো হলো- এইউডিসি, বি-স্ক্যান, বিডিডিটি, সিবিডিসিপিও, ডিসিএফ, ডিডিআরসি, এইচডিডিএফ, এনসিডিডব্লিউ, এনজিডিও পিএনএসপি এসডিএসএল, সম্মেলন ফাউন্ডেশন এবং ডব্লিউডিডিএফ।

বক্তারা বলেন, গত ৩ জুন ঘোষিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে প্রতিবন্ধীদের উপেক্ষা করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক ওয়েবিনার করে সুনির্দিষ্ট সুপারিশমালা দেওয়া সত্ত্বেও সেগুলো আমলে নেওয়া হয়নি।

'কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় সরকার নানামুখী সহায়তা ও প্রণোদনার পদক্ষেপ নিয়েছে। কিন্তু প্রতিবন্ধীরা শুধু প্রতিবন্ধী ভাতা (মাসে ৭৫০ টাকা) প্রাপ্তির কারণে সরকারি সকল সহায়তা থেকে বঞ্চিত। গত দুবছর ধরে বাজেটে আমাদের দাবির কোনও প্রতিফলন দেখা যাচ্ছে না। প্রতিবন্ধীরা আশায় বুক বেঁধেছিল যে, মহামারি বিবেচনায় এবারের বাজেটে ভাতার পরিমাণ বাড়বে। কিন্তু তা না বাড়ায় প্রতিবন্ধীরা হতাশ।’

বক্তারা আরও বলেন, 'দিনে মাত্র ২৫ টাকা ভাতায় আধা কেজি চাল পাওয়া যাবে বড়জোর। এই ক্রান্তিলগ্নে এটা যৌক্তিক সহযোগিতা হতে পারে না। অথচ সামাজিক সুরক্ষা কৌশলপত্র ২০১৫ অনুযায়ী ২০২০ সালের মধ্যে প্রতিবন্ধীদের ভাতা ১৫০০ টাকায় উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার।’