দূরপাল্লার বাস ছাড়া সবই চলে ঢাকা-সাইনবোর্ড সড়কে

যাত্রীবাহী গণপরিবহন থেকে শুরু করে সব কিছুই চলছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে ঢাকার গুলিস্তান সড়কে। সড়কটির দুই পাশের দুটি পয়েন্টে ‍পুলিশের চেকপোস্টের চিহ্ন দেখা গেলেও কোনও পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। এই সড়কে চলাচলরত প্রতিটি যানবাহনই সব আসনে যাত্রী নেওয়ার পাশাপাশি দাঁড়িয়েও পরিবহন করছে। ভাড়াও নিচ্ছে ৬০ শতাংশ বেশি। লকডাউনের তৃতীয় দিন সরেজমিন এমন চিত্র দেখা গেছে।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে নারায়ণগঞ্জের চট্টগ্রাম রোড, সাইনবোর্ড, শনিরআখড়া এলাকা ঘুরে দেখা গেছে, নারায়ণগঞ্জ এলাকা থেকে যাত্রীবাহী গণপরিবহন ঢাকায় প্রবেশ করছে। ব্যক্তিগত গাড়িতেও আসছে মানুষ। চেকপোস্টগুলোতে কোনও পুলিশ নেই। কোথাও কোনও বাধাও দেওয়া হচ্ছে না। সড়কের পাশে দাঁড়িয়ে সাধারণ যাত্রীরা হাত বাড়ালেই পরিবহনে ওঠতে পারছেন। তবে এসময় বহু মানুষকে পায়ে হেঁটেও ঢাকার দিকে আসতে দেখা গেছে।

তাদের একজন নাজমুল হাসান। তিনি জানান, নোয়াখালী থেকে বাবার চিকিৎসার জন্য ঢাকায় এসেছেন। কিন্তু দূরপাল্লার কোনও বাস না পাওয়ায় কয়েক দফা পথ ভেঙে ঢাকায় আসেন। কখনও সিএনজি আবার কখনও লেগুনায় ওঠেন। আর চেক পোস্টগুলো হেঁটে পার হয়েছেন।

নাজমা আক্তার নামে বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, অফিস পল্টনে। থাকি নারায়ণগঞ্জে। এখন দেখি লকডাউন। অফিসও খোলা। তাহলে কীভাবে চাকরি করবো? আগে তো অফিস বন্ধ করতে হবে। না হয় আমাদের জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে। তিনি জানান, তার মতো শতশত কর্মজীবী ঢাকায় অফিস করেন, কিন্তু থাকেন নারায়ণগঞ্জে।