রাজধানীতে ঢুকছে মানুষ (ফটোস্টোরি)

দেশে গত কয়েকদিন ধরে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। গতকাল শুক্রবারও শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮৬৯ জন, মারা গেছেন ১০৮ জন। এই পরিস্থিতে রাজধানীকে সুরক্ষা দিতে আশপাশের ৭ জেলা লকডাউন ঘোষণা করা হয়। এতেও ফল না পেয়ে সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে কঠোর লকডাউনের ঘোষণা এসেছে। কঠোর লকডউনে জরুরি প্রয়োজন-সেবা ও গণমাধ্যম ছাড়া সবকিছু বন্ধ থাকবে। এই অবস্থায় গত কয়েক দিনের মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে প্রবেশ করছে মানুষ। শনিবার (২৬ জুন) গাবতলী ও আমিন বাজার এলাকায় গিয়ে দেখা যায়, ছোট ছোট গণপরিবহনে এসে নামার পর মানুষ আমিন বাজার ব্রিজ দিয়ে পায়ে হেঁটে রাজধানীতে প্রবেশ করছে। সাজ্জাদ হোসেনের ক্যামেরায় তোলা ছবিতে বিস্তারিত তুলে ধরা হলো।