গাবতলীতে তীব্র যানজট

ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী এলাকায় রাজধানী থেকে বের হওয়ার লেনে রবিবার (২৭ জুন) সকাল থেকেই তীব্র যানজট। গাড়িগুলো পার হতে বেশ সময় লাগছে। কিছুক্ষণ পরপর কিছুটা সামনে এগিয়ে আবারও থেমে যেতে হচ্ছে জ্যামের কারণে।

মহাসড়কে বিভিন্ন গাড়ি ঘুরিয়ে দেওয়া, উল্টো পথে আসা গাড়ি, রাজধানী থেকে বের হওয়া গাড়িগুলোর চাপ‑ এসব মিলিয়ে সড়কে এ জট সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। যদিও আগে থেকেই দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। 

রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়ক

রবিবার সকালে গাবতলী ও আমিন বাজার ব্রিজ এলাকা ঘুরে দেখা গেছে, রাজধানী থেকে বের হওয়ার রাস্তায় তীব্র যানজট। সাভারের হেমায়েতপুর থেকে শুরু হয়ে এই জ্যাম রাজধানীর টেকনিক্যাল মোড় পর্যন্ত গিয়ে ঠেকে। যানজটে কারণে আটকে পড়া গাড়ির বেশিরভাগই প্রাইভেটকার ও মাইক্রোবাস।

মিরপুর ট্রাফিক বিভাগের গাবতলী জোনের সিনিয়র এসি ইত্তেখাইরুল বাংলা ট্রিবিউনকে বলেন, সকাল থেকে গাবতলী এলাকায় যানজট রয়েছে। এই যানজটের কারণ সম্পর্কে আমরা জানতে পেরেছি‑ ঢাকা জেলার আওতাধীন বিভিন্ন গাড়ি হেমায়েতপুরের আশপাশ থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। একদিকে ওই গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া, অন্যদিকে অনেকেই উল্টো পথে আসার চেষ্টা করছেন আর ঢাকা থেকে বের হওয়া গাড়িগুলোরও চাপ রয়েছে‑ এসব মিলিয়ে যানজটের সৃষ্টি হয়েছে। রাস্তা ফাঁকা করতে আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। তারা কাজ করছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।