হাসপাতালে স্বজনদের বেদনাতুর চোখ (ফটোস্টোরি)

রাজধানীর করোনা হাসপাতালগুলোতে এখন স্বজনরা ছুটছেন করোনা আক্রান্ত সদস্যদের নিয়ে নিরাময়ের আশায়। কোথাও সিট আছে তো কোথাও আইসিইউ নেই। আবার মফস্বল শহর থেকে আসা অনেকে জানেনই না কী করবেন, কীভাবে করবেন। রাজধানীর করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোর সামনে কিছুক্ষণ দাঁড়ালেই কানে আসে হাজারো গল্প, ডুকরে ওঠা কান্না। এরই মধ্যে আবার অনেকে ভালো হয়ে ঘরে ফিরে যাচ্ছেন। কিন্তু তারপরও যেন নেই আনন্দ। মহামারি করোনা ভেতরের আনন্দকে বেদনার কাব্য করে তুলছে প্রতিনিয়ত।