স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল শুরু

রাজধানী ঢাকা থেকে দূরপাল্লার সব ধরনের ট্রেন চলাচল শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে পারাবত, মহানগর, সুন্দরবন এক্সপ্রেস ট্রেন যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। স্টেশনে ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা গেছে। অনেকে ট্রেনের অপেক্ষায় আছেন। নির্ধারিত সময়েই ট্রেনগুলো প্লাটফর্ম ছেড়ে যাচ্ছে। কমলাপুর স্টেশন ম্যানেজার এ তথ্য নিশ্চিত করেছেন।

স্টেশন ম্যানেজার মো. মাসুদ সারওয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, সব ধরনের প্রস্তুতি আমাদের শেষ। সকালে তিনটি ট্রেন ছেড়ে গেছে। প্রতিটি ট্রেনে স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালন করা যেন হয় আমরা সেদিকে নজর রাখছি। কোন যাত্রীকে মাস্ক ছাড়া ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না।

কমলাপুর রেলস্টেশনে ট্রেন যাত্রীদের ভিড়

তিনি আরও বলেন, স্টেশনের প্রবেশ পথে স্বাস্থ্যবিধি পালন হচ্ছে কি-না তা দেখা হচ্ছে। স্টেশন এলাকায় আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তাছাড়া আমাদের কর্মীরা সারাক্ষণ হ্যান্ড স্যানিটাইজার এবং জীবাণুনাশক দিয়ে স্টেশন এলাকা পরিষ্কার করছেন। অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলছে। ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে বলেও জানান তিনি।