লজ্জা নিবারণে যেমন পোশাক, জীবন বাঁচাতে মাস্ক: আতিকুল ইসলাম

লজ্জা নিবারণের জন্য যেমন পোশাক পরতে হয়, তেমনই জীবন বাঁচানোর জন্য মাস্ক পরতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শুক্রবার (১৬ জুলাই) সকালে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসি মেয়র এ কথা বলেন।

মেয়র বলেন, ‘বিদ্যমান করোনা পরিস্থিতিতে জীবন ও জীবিকার প্রয়োজনে আমাদের সঠিকভাবে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার মাধ্যমে করোনাকে ম্যানেজ করেই চলতে হবে।’

‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ ক্যাম্পেইনের মাধ্যমে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটগুলোতে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাসহ প্রায় ৮ লাখ মাস্ক বিতরণ করা হবে বলেন তিনি জানান।

ডিএনসিসি মেয়র ত্যাগের মানসিকতা নিয়ে সমাজের বিত্তবানদের প্রতি করোনাভাইরাসে আক্রান্ত মানুষের জীবন রক্ষায় হাসপাতালগুলোতে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন প্রদানের আহ্বান জানান।

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবিলায় ডিএনসিসির পক্ষ থেকে পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণসহ জনকল্যাণমূলক সর্বাত্মক কার্যক্রম অব্যাহত রয়েছে।’ 

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সশরীরে হাটে না গিয়ে অনলাইনে ‘ডিএনসিসি ডিজিটাল হাট-২০২১’ থেকে কোরবানির পশু কেনার পরামর্শ দেন আতিকুল ইসলাম।

শক্তি ফাউন্ডেশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে  চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা সংযুক্ত ছিলেন।