কোরবানিতে বৃষ্টির বাগড়া

বৃষ্টি বাগড়া দিয়েছে কোরবানিতে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে চারটি ঈদের জামাত শেষ হওয়ার পরপরেই নগরজুড়ে বৃষ্টি নামে। এতে ভোগান্তিতে পড়েন কোরবানিদাতারা।

তবে অনেকেই মনে করছেন বৃষ্টিতে সড়কে জমে থাকা পশুর রক্ত ধুয়ে চলে যাবে। এই বৃষ্টি বরং নগরীকে পরিচ্ছন্ন করতে সিটি করপোরেশনের জন্য সহায়ক হবে।

বুধবার (২১ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়তে থাকে। সাড়ে ১০টার পর মুষলধারে পড়তে থাকে। এতে কোথাও কোথাও হালকা আকারে পানি জমে।

তবে বৃষ্টির কারণে কোরবানি দিতে বিড়ম্বনায় পড়েছেন ধর্মপ্রাণ মানুষ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্ধারিত স্থান বা ছাউনি না থাকায় কোরবানি দিতে সমস্যা হয়েছে।