রাজধানীতে চলছে গণপরিবহন, খুশি কর্মজীবী মানুষ

রাজধানী ঢাকায় গণপরিবহন চলাচল শুরু করেছে। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে বাসে যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

গতকাল সরকারের ঘোষণা অনুযায়ী গার্মেন্টস শ্রমিকদের জন্য শুধু আজ রবিবার (১ আগস্ট) যান চলাচলের এই সুযোগ দেওয়া হয়। নগরীর বিভিন্ন এলাকা ঘুরে পরিবহন চলাচলের এমন চিত্র দেখা গেছে। তবে অধিকাংশ পরিবহনে মানা হয়নি যথাযথ স্বাস্থ্যবিধি।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, গার্মেন্টস শ্রমিকদের কথা চিন্তা করে গত রাত থেকে আজ সারাদিন গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত দিয়েছে সরকার। সে অনুযায়ী পরিবহন চলাচল করছে।

তিনি আরও বলেন, আমরা সকল গণপরিবহন মালিক ও শ্রমিক এবং চালককে নির্দেশ দিয়েছি তারা যাতে যথাযথভাবে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলেন। মাস্ক ছাড়া কোন যাত্রীকে যাতে পরিবহনে উঠানো না হয়। আজ রবিবার মধ্যরাতের পর এই সার্ভিস আবার বন্ধ হয়ে যাবে।

সকালে সায়েদাবাদ-যাত্রাবাড়ী- শনির আখড়া এলাকায় গিয়ে দেখা গেছে, বিভিন্ন পরিবহন গুলিস্তানসহ নগরীর বিভিন্ন এলাকায় যাত্রী পরিবহন করছে। তবে গণপরিবহনের এই সুবিধা পেয়ে পরিবহন শ্রমিক থেকে শুরু করে গার্মেন্ট শ্রমিক ও সাধারণ কর্মজীবী মানুষ খুশি হয়েছেন।

তারা বলছেন, লকডাউন চললেও এখনও বিভিন্ন অফিস-আদালত খোলা রয়েছে। তবে এ অবস্থায় নির্দিষ্ট সংখ্যক গণপরিবহন চালু রাখা যেতে পারে যাতে করে স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করা হয়। সে বিষয়ে যাতে সরকার নজর রাখে।