ডিএনসিসির ডেঙ্গুবিরোধী অভিযান, সোয়া ২ লাখ টাকা জরিমানা

ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি’র এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়াবিরোধী অভিযানে ৭টি মামলায় ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (১৭ আগস্ট) পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।

ডিএনসিসির ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ৮ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ১ লাখ ৫০ হাজার টাকা, ৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট যতন মার্মা পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ৫০ হাজার টাকা এবং ১০ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শহিদুল ইসলাম পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সব মিলিয়ে ৭টি মামলায় আদায়কৃত জরিমানার পরিমাণ ২ লাখ ২৮ হাজার টাকা।